বিডি ক্রাইম নিউজ ডেস্ক.
নীতি-আদর্শ যাদুঘরেঃসর্বক্ষেত্রে টাকারই খেলা- সাংবাদিক ইউসুফ





নীতি-আদর্শ যাদুঘরেঃসর্বক্ষেত্রে টাকারই খেলা
জাতীয় নির্বাচন (এমপি) থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে টাকা, দলের সাংগঠনিক পদ-পদবী পেতে টাকা, চাকরি, বদলি-পদোন্নতি পেতে টাকা, সরকারি দপ্তরে সেবা পেতে টাকা, শালিস-বিচারে টাকা - সর্বক্ষেত্রে এখন চলছে টাকারই খেলা। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নির্বাচনে ভোট পেতেও লাগে টাকা। শুধু নীতি-আদর্শ ও যোগ্যতা নিয়ে কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার যুগ এখন আর নেই। নীতি-নৈতিকতা, আদর্শ ও যোগ্যতার কোনো গুরুত্ব নেই ; সবার ওপরে টাকা সত্য, তার ওপরে নেই। সামাজিক ও মানবিক কারণে চাকরি দেয়ার সংস্কৃতি এখন আর নেই। ব্যতিক্রম যে নেই তা নয়। মানবিক কারণে কেউ কারো চাকরির জন্যে তদবির করলে মনে করা হয় আর্থিক সুবিধার আশায় এমনটা করা হচ্ছে। প্রাইমারি স্কুলের দপ্তরির চাকরির জন্যে মন্ত্রী-এমপিদের প্রতিনিধিরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫/৭লাখ নেয়ার অভিযোগ ওপেন-সিক্রেট। টাকা (ঘুস) লেনদেন সংস্কৃতি নিয়মে পরিণত হয়েছে। উচ্চপদের চাকরি তো সোনার হরিণ। রাজনীতি থেকে নীতি-আদর্শ ও সততা হারিয়ে যাওয়ায় কালক্রমে এ অবস্থা তৈরি হয়েছে। রাজনীতির মৌলিক গুণগত পরিবর্তন যদি না হয়, তাহলে জাতীয় এ মহাসঙ্কট কখনো কাটবে না। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো ‘মনোনয়ন বাণিজ্য’ পরিহার করে ত্যাগী, সৎ ও যোগ্য রাজনৈতিক নেতাদের এমপি পদে দলীয় মনোনয়ন দিয়ে জাতিকে চলমান এ মহাবিপর্যয় থেকে বাঁচানোর একটি সুযোগ আছে। দেখা যাক, রাজনৈতিক দলগুলো এবার কোন্পথে হাঁটে।