।। কবির শাহ্ দুলাল
সীতাকুন্ডের ছেলে তুখোড় পুলিশ অফিসার রাজেশ বড়ুয়া ডিবি হতে কাউন্টার টেরোরিজাম ইউনিটে বদলি





২০১৪ সালের জুন মাস থেকেই ডিবি-সিএমপি’তে কাজ করা শুরু করেছিল। রাজেশ বডুয়া বলেন,সাবেক-বর্তমান অফিসারদের ভালোবাসা ও সহযোগীতায় ডিবি-তে প্রাপ্তিটা অনেক। আমেরিকার ভার্জেনিয়া, জর্ডানের আম্মান, ভারতের গুজরাট’সহ দেশের অভ্যন্তরে অনেক উচ্চতর প্রশিক্ষনে অংশগ্রহন’সহ বর্তমান এবং সাবেক কমিশনার স্যারদের কাছ থেকে একাধিকবার পুরস্কার গ্রহন । সর্বোপরি ২০১৬ইং সালে মাননীয় আইজিপি স্যারের কাছ থেকে ”আইজিপি ব্যাচ” গ্রহন এবং বহুল আকাঙ্খিত পদোন্নতি । এমনকি দাম্পত্য জীবনে পদার্পনও ডিবিতেই থাকাকালীন ।আরো বলেন,তাই এই ডিবি ছেড়ে যাওয়াটা অনেকটা নিজের পরিবার ছেড়ে যাওয়ার মতই বলছেন। তারপরও প্রাপ্তি ও প্রত্যাশায় নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিট(সিটি)তে যোগদান করলাম । সবার দোয়া/আর্শীবাদ যাতে আমাকে সর্ব্বোচ্চ ত্যাগ স্বীকারে আরো বেশী অনুপ্রানিত করে।সীতাকুন্ডের মানূষ রাজেশ বডুয়ার সর্বাঈীন উন্নতি কামনা করেন।সীতাকুন্ড ডিগ্রী কলেজের ২০০৪ ব্যাচের ব্যবসায়িক শিক্ষা শাখা হতে ডিগ্রী পাশ করেন।।