।। বোরহান উদ্দীন
হাটহাজারীতে টি টেন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শতদল ক্লাব





হাটহাজারী টি টেন পরিবারের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট'র ফাইনাল খেলায় গড়দুয়ারা আলোকন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে একই ইউনিয়নের শতদল ক্লাব। শনিবার হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে তারা এ বিজয় অর্জন করে।
রিলায়েন্স ট্যুরস্ এন্ড ট্রাভেলস'র পৃষ্ঠপোষকতায় টুর্ণামেন্টে হাটহাজারী পৌরসভা দোকানদার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও ইব্রাহীম হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর ওজাইর আহমদ হামিদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার।
পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মিরাজ সিকদার এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাফর মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়দুয়ারা খেলোয়ার সমিতির সভাপতি রিয়াজ মোর্শেদ,কাজী মিজান,উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহেদ, আনোয়ারুল হক লিটন, শাহাদাত হোসেন শাহেদ, ইফতেখার গালিব, মো. একরাম, এস এম সোলাইমান জাহেদ, শরীফ হোসেন মাসুদ, আয়মান আওসাফ শাহ, মোঃ সামি, ফরহাদ মেহেদী প্রমুখ।
খেলায় শতদল ক্লাব গড়দুয়ারা আলোকন সংঘকে ৪২ রানে ব্যবধানে পরাজিত করে এর আগে ব্যাট করতে নেমে শতদল ক্লাব ১৩৮রান করেছিল।