তওবার রাজনীতির প্রবর্তক হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)
প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘কেন্দ্রীয় কাউন্সিল ২০১৮’ আগামী ২৪
নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টা থেকে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।
কাউন্সিল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর
আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী। বক্তব্য রাখেন দলটির মহাসচিব মাওলানা
হাবিবুল্লাহ মিয়াজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী,
মাওলানা সানাউল্লাহ, মাওলানা সুলতান মুহিউদ্দিন প্রমূখ। এছাড়া খেলাফত
আন্দোলনের মজলিশে শুরার সদস্যগণ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৯৮১ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রেক্ষাপটে
হাফেজ্জি হুজুরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় দলটি। পরে মুহাম্মাদুল্লাহ
হাফেজ্জী হুজুর (রহ.) নেতৃত্বে ১৯৮১ ও ১৯৮৬ সালে অনুষ্ঠিত বাংলাদেশের
রাষ্ট্রপতি নির্বাচনেও অংশগ্রহণ করে দলটি।