নোয়াখালী-চট্টগ্রাম মহানগর ও জেলা কোয়ার্টার ফাইনালে
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট





নিউজ ডেক্সঃ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০১৮ এর দ্বিতীয় দিনের খেলা আজ ২৯ সেপ্টেম্বর ২০১৮ ইং শনিবার চট্টগ্রাম বন্দরের শহীদ প্রকৌশলী সামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত খেলায় নোয়াখালী জেলা ফুটবল টিম ৩-০ গোলে ফেনী জেলার বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। দুপুর ১টায় অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম মহানগর ফুটবল টিম ৩-১ গোলে চাঁদপুর জেলার বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত খেলায় অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম জেলা ফুটবল টিম ১-০ গোলে বি. বাড়ীয়া জেলার বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। আগামীকাল ৩০ সেপ্টেম্বর ২০১৮ ইং রোববার দুপুর ১টায় বন্দর স্টেডিয়ামে খাগড়াছড়ি বনাম নোয়াখালী এবং বিকেল ৩টায় কুমিল্লা বনাম কক্সবাজার ফুটবল টিম কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। ##