সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে পূর্ণাঙ্গ ডিজিটাল গণমাধ্যম জয়নিউজবিডি গত বুধবার যাত্রা শুরু করেছে।
বেলা ১২টায় লালদীঘি ময়দানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র ও জয়নিউজের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তারুণ্য ও অভিজ্ঞদের সমন্বয়ে আমরা জয়নিউজ টিমকে সাজিয়েছি। গণমানুষের কাছে সত্য সংবাদ পরিবেশনে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে জয়নিউজ আপস করবে না। সদ্য ও সত্য সংবাদ জয়নিউজের চ্যালেঞ্জ।
এ সময় উপস্থিত ছিলেন, কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্ত, জয়নিউজবিডির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আলমগীর পারভেজ, নির্বাহী সম্পাদক বিপ্লব পার্থ, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাইন হোসাইন প্রমুখ। পরে র্যালি উদ্বোধন করেন, সিটি মেয়র। র্যালি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।