চট্টগ্রাম প্রতিনিধি..
রোটারি ক্লাব অব চিটাগং হিলটনের বার্ষিক বনভোজন সম্পন্ন





প্রতিবছরের মতো এবারও রোটারি ক্লাব অব চিটাগং হিলটাউনের বার্ষিক বনভোজন অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২১জানুয়ারি) দিনভর ক্লাব সদস্যরা সপরিবারে ব্যাপক আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বনভোজনের আনন্দ উপভোগ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পপার্ক (ইকোনমিক জোন), মঘাদিয়া জমিদার বাড়ি, আরশিনগর বিনোদনকেন্দ্র ভ্রমণ ও পরিদর্শন করে একটি দিন ভিন্ন আবেগ-অনুভূতির মাধ্যমে কাটান হিলটাউন পরিবারের সদস্যরা। হিলটাউন পরিবার ছাড়াও রোটারির চট্টগ্রাম এরিয়ার কর্ণফুলী জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, প্রফেসর শম্ভুনাথ দাশ, চট্টগ্রাম গণঅধিকার চর্চাকেন্দ্র এর মহাসচিব মশিউর রহমান খান, রোটারি ক্লাব অব সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ তাজউদ্দিন, চাটগাঁর বাণী’র সম্পাদক মোহাম্মদ সেলিম, সীতাকুণ্ড সরকারি থানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুলতানা ইয়াসমিন ও দৈনিক যুগান্তর পাহাডতলী প্রতিনিধি কবির শাহ দুলাল এ বনভোজনে শরিক হন।
বনভোজনের প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান ইনামুল হক মতিনের সার্বিক সহযোগিতায় তাঁর দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের বাড়িতে ছিল ভোজনের আয়োজন। ভোজনশেষে এখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রোটারিয়ান ইনামুল হক মতিনের সভাপতিত্বে ও আইপিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন রোটারির চট্টগ্রাম জেলা কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী,প্রফেসর শম্ভুনাথ দাশ,পিপি রোটারিয়ান আমজাদ হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি পিপি রোটারিয়ান সাংবাদিক দেবদুলাল ভৌমিক, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক প্রদীপ কুমার দাশ। এসময় পিপি রোটারেক্টর নাঈমুল ইসলামের নেতৃত্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।