সীতাকুণ্ড প্রতিনিধি
মরহুম আলহাজ্ব শাহ আলম চৌধুরী স্মৃতি সংঘের" জার্সি উন্মোচন।





বর্তমান বিশ্বে ক্রিকেট খেলায় মেতেছেন সকলেই।বাংলাদেশ ক্রিকেট দল এখন বিশ্বের শক্তিশালী একটি দলে পরিনত হয়েছে।গ্রামে গঞ্জে ক্রিকেট এখন জনপ্রিয় খেলা।চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্রিকেট সমাজে ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট টি ২০ নকআউট প্রতিযোগিতা।
আসন্ন কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট টি-২০ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে সীতাকুণ্ডের ইমাম নগর এলাকার কৃতি সন্তান,বিশিষ্ট সমাজ সেবক এবং গুনীব্যক্তি "মরহুম আলহাজ্ব শাহ আলম চৌধুরী স্মৃতি সংঘের" জার্সি উন্মোচন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মরহুম আলহাজ্ব শাহ আলম চৌধুরীর সুযোগ্য সন্তান এবং এন এ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শাহ মোঃ ইমরান আলী চৌধুরী। এতে আরো উপস্তিত ছিলেন ইমাম নগর ক্রিকেট ক্লাবের সকল ক্রিকেটার বৃন্দ।
ইমরান আলী চৌধুরী বলেন,বর্তমান সমাজে যুব সমাজ ফেসবুকে সময় দিচ্ছে বেশী,অনেক সময় ভালো না হয়ে বিপদে পড়ছে।পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মন মানসিকতা ভালো রাখে।এটা তারই অংশ,সীতাকুণ্ডে যেকোন জায়গায় খেলাধুলায় আমার উপস্থিতি ও সহযোগিতা থাকবে।