ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার করলেন সার্জেন্ট শুভ চৌধুরী।

Total Views : 129
Zoom In Zoom Out Read Later Print

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক পশ্চিম বিভাগের আওতাভুক্ত ডবলমুড়িং থানাধীন দেওয়ানহাটে পথচারী শাহানা ইয়াসমিন নামীয় ভদ্র মহিলা একটি সংগবদ্ধ ছিনতাই চক্রের কবলে পড়েন।


আশ্চর্যের বিষয় হচ্ছে উক্ত সংগবদ্ধ চক্রের সাথে একাধিক  শিশু (নারী) সদস্য সম্পৃক্ত উক্ত স্থানে নিয়মিত ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সার্জেন্ট শুভ চৌধুরী।

দায়িত্ব পালন কালে ছিনতাইয়ের ঘটনা দেখতে পেয়ে ছিনতাইকারীকে ধরতে ঝাঁপিয়ে পড়েন তবে সে পালিয়ে গেলেও ২ শিশু কে আটক করতে সমর্থ হয় এবং ছিনতাইকারী শিশু দের নিকট থেকে নগদ ৫০০০(পাচঁ হাজার)টাকা একটি দামি মোবাইল ফোন ও ২ টি এ টি এম কার্ড উদ্ধার করে। পরবর্তীতে ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে ডবলমূরিং থানার মোবাইল গাড়ি কে হস্তান্তর করেন বিষয়টি পরবর্তী কার্যক্রমের জন্য ডবলমড়িং থানায় প্রক্রিয়াধীন আছে।

See More

Latest Photos