মাহবুব আলম রানা, স্টাফ রিপোর্টার,
নওগাঁয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।





নওগাঁয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশে অনুষ্ঠিত হয়।দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।