সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে প্রশাসনের অভিযান,অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্ক্যাভেটর জব্ধ





চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর,আলীনগরে অবৈধ দখলদার,পাহাড় খেকো দূর্ধর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর সহযোগীতায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে ৩ টি স্ক্যাভেটর,৬ টি ড্রাম ট্রাক,ও ১ টি ট্রাক জব্ধ করা হয়,এ সময় বেশ কয়টি অবৈধ বসতি স্হাপনা গুড়িয়ে দেয়া হয়।গতকাল শুক্রবার( ২২ জুলাই) দুপুর ১ টায় অভিযানকালে নেতৃত্ব দেন সীতাকুন্ড সহকারী কমিশনার( ভূমি)
ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল আলম,জেলা প্রশাসক কার্যালের ম্যাজিষ্ট্রেট
আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম,সীতাকুন্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক ফেরদৌস আনোয়ার,র র্যাব এর সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল করিম সাংবাদিকদের কে জানায়,রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ নন,জঙ্গল সরিমপুর, আরিফনগর অবৈধভাবে সরকারী পাহাড় দখল করে অপরাধের সর্গরাজ্য গড়ে তোলা
দূর্গ ভেঙ্গে চুরমার করে দেয়া হবে,সরকার জঙ্গল সলিমপুর নিয়ে নানান উন্নয়ন নিয়ে একটি মহা পরিকল্পনা গ্রহন করা হয়েছে।এখন থেকে উচ্ছেদ সহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে পাশাপাশি প্রকৃত ভূমিহীনদের পুর্নাবাসন ও করা হবে।