শফিকুল্লাহ হাবিব.মহেশখালী প্রতিনিধি
বিজয় উৎসব না করে সড়কে বালির বস্তায় সড়ক সংস্কার করলেন মেম্বার





গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে সারা দেশে থেকে থেমে মাঝারি ও হালকা বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে এই পাহাড় থেকে ঢল নেমে আসার কারণে মহেশখালীর বিভিন্ন গ্রাম অঞ্চলের রাস্তাঘাট ঢলিয়ে যাই এরই প্রভাব কালারমারছড়া ইউনিয়ন অধীনে ৪ নাম্বার ওয়ার্ড উত্তর ঝাপুয়া পাহাড়তলীর রাস্তাটি অত্র এলাকার মানুষের চলাফেরার অনুপযোগী হয়ে পড়ে এর কারণে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ কাদের এর অর্থায়নে শপথ গ্রহণ করার আগেই গ্রামবাসীর সেবায় নিয়োজিত গ্রামের চার-পাঁচটি রাস্তায় পাঁচ শতাধিক বালির বস্তা দিয়ে চলাফেরার উপযোগী করে তোলেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কক্সবাজার জেলার ছাত্রনেতা বর্তমান যুবলীগ নেতা মোহাম্মদ জাকারিয়া সমাজসেবক মহম্মদ রিদওয়ান প্রবাসী মোঃ শওকত অত্র এলাকার মুরুব্বি সহ অনেকেই উপস্থিত ছিলেন এই সময় এলাকা বাসি বলেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই এমন একজন মেম্বার বানাতে পেরেছে এলাকাবাসীর দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো পার করতে চান মেম্বার কাদের