মাহবুব আলম রানা ৷
অসহনীয় যানজটে নাকাল নওগাঁর শহরবাসী ৷





নওগাঁ শহরে যানজটে অতিষ্ট শহরবাসী ৷ শহরের গোস্ত হাটির মোড় একটি যানজট প্রবন এলাকা ৷
সকাল ১০.৩০ হতে ২.০০ টা পর্যন্ত থাকে অসহনীয় যানজট ৷
পদ্মা ব্যাংকে চাকুরি করেন জনাব বাবলু ৷ তিনি বলেন তার অফিস পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় , থাকেন কালিতলা এলাকার একটি ভাড়া বাসায় ৷
তিনি বলেন, অসহনীয় যান জটের কারনে সকাল ৯:০০টার দিকে বের হয়ে ১০.০০ টার সময় ব্যাংকে পৌঁছাতে পারিনা ৷
তার মতো বিভিন্ন পেশাজীবী মানুষের বক্তব্য ও একই
আজ বেলা ১২.০০ অত্র এলাকার চিত্র দেখা গেছে ব্যাটারী চালিত রিকশা শহর জুড়ে এলোমেলো ভাবে চলাচল করছে ৷ গোস্ত হাটির মোড়ে ট্রাফিক পুলিশের কোন লোক দেখা যায়নি৷ যদিও২৪ ঘন্টা সেখানে ট্রাফিক পুলিশের টহল থাকার কথা ৷
ঐ মোড়ে ৩টি রিক্সা ষ্ট্যান্ড দিয়েছে পৌর কর্তৃপক্ষ৷
সাধারণ মানুষের কোন কল্যানেই আসেনি স্ট্যান্ড গুলো ৷
গোস্ত হাটির মোড় থেকে অচিরেই রিক্সা ষ্ট্যান্ড গুলো সরানোর দাবি জানান তারা৷