মোঃ আশরাফুল হাসান টুটুল ফেনী জেলা প্রতিনিধিঃ
ছাগলনাইয়ায় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত





মিয়ানমারে রোহিঙ্গারা ফের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। এদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে না দিয়ে মিয়ানমারের ফেরত পাঠিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারই ধারাবাহিকতা বজায় রাখতে ও অনুপ্রবেশ ঠেকাতে ছাগলনাইয়া উপজেলা রাধানগর ইউনিয়নস্থ মধুগ্রাম সীমান্ত ফাঁড়ি ও মহামায়া ইউনিয়ন দেবপুর সীমান্ত ফাঁড়ির উদ্যােগে সচেতনতামুলক সভার আয়োজন করা হয়। রবিবার (৫ জুন) সকাল ১১ টায় মৌলভী সামছুল করিম কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মজুমদার'র সভাপতিত্বে সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মধুগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মোঃ সাখাওয়াত হোসেন, মহামায়া ইউনিয়ন দেবপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মোঃ ওমর ফারুক, মৌলভী সামছুল করিম কলেজ'র প্রভাষক মোঃ সেলিম ও মোঃ আলমগীর।
সচেতনতামুলক সভায় বক্তারা বলেন, ছাগলনাইয়া উপজেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনেক সময় মাদক, চোরাচালান কারবারি সহ মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকে। তাই রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ না করতে পারে সেদিকে জনপ্রতিনিধি সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা বাস, ট্রাক, সিএনজি ড্রাইভারদের প্রতি আহবান জানিয়ে আরো বলেন, যাত্রী বহনের সময় তাদের কথাবার্তা রোহিঙ্গা সন্দেহ হলে সীমান্ত রক্ষাকারি বাহিনি (বিজিবি) কিংবা সংশ্লিষ্ট প্রসাশনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।পাশাপাশি অনুপ্রবেশকারী ঠেকাতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহামায়া ইউপি সদস্য মোঃ শাহদাত হোসেন, ল্যান্স নায়েক ইফতেখার, শামীম, জয়নাল, সিপাহী পিযুষ, সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি মোঃ নুরুল আবছার সহ আরো অনেকে।