মেজবাউল হক নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত।





জাতির জনক বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নওগাঁয় প্রতিবাদ ও বিক্ষোভ |
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্ৰী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নওগাঁ শহরের তাজের মোড় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ৷
উক্ত বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামীলীগ নেতা জাভেদ জাহাঙ্গীর সোহেল বলেন, বাংলাদেশ আওমীলীগ মনে করে বুলেট নয় ব্যালটই সকল ক্ষমতার উৎস ৷
১৭৫৭ সালে পলাশী প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ দৌলা কে হত্যার মধ্য দিয়ে ব বাঙালী জাতিকে লৌহশৃঙ্খলে আবদ্ধ করা হয় ৷
সেই শৃঙ্খল থেকে সোয়া দুইশত
বছর পর বাঙালী জাতিকে মুক্ত করেছিল বঙ্গবন্ধু জাতির জনক
শেখ মুজিবুর রহমান। তিনি বলেন,
১৯৪৭ সালে পাকিস্থান বাংলাদেশের ক্ষমতা গ্রহন করেছিল বুলেটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে নয়।
এরপর বহু অপচষ্টো চালিয়ে যাচ্ছে তাদের দোসররা ৷
গত ১৪ ই মে বিকাল ৫:২৫ ঘটিকার সময় বিএনপি নেতা জাহিদুল ইসলাম (ধলু )কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামীলীগ লীগ নেতাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন ৷
যার ভিডিও ফুটেজ আছে বলে জাভেদ ভাই বলেন।
তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ আইনের শাসনের প্রতি বিশ্বাস করে ৷
তাই বলে আমরা হাতে চুড়ি পড়ে থাকিনা ৷ যদি বিএনপি নেতা ধলু মাফ না চান তার পরিনতি ভালো হবেনা ৷
তিনি বলেন আপনার পাকিস্তানের দোসররা ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছেন জননত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ কে ধংস করার জন্য ৷ কিন্তু পারেননি।
তিনি বলেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে আপনারা বুঝেছেন ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় তাই হত্যার হুমকি দিচ্ছেন চোরাপথে ক্ষমতা দখলের ৷
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে বুলেট নয় ব্যালটই সকল ক্ষমতার উৎস ৷
তিনি হুশিয়ারী দেন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির পরিনতি ভালো হবেনা ৷
উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রলীগ এর সাবেক সাঃ সম্পাদক জনাব তাজুল ইসলাম তোতা উপস্থাপনা করেন৷ আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপাতি জননেতা সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোঃ আব্দুল মালেক |
আরো উপস্থিত ছিলেন নওগাঁসদর উপজেলা চেয়ারম্যান মান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, আঃ নেতা বকুল ভাই প্রমূখ ৷