মোঃ আশরাফুল হাসান টুটুল
ফুলগাজীতে গৃহবধুর আত্মহত্যা





ফেনীর ফুলগাজীতে বিষপান করে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সে সদর ইউনিয়ন নিলখী গ্রামের কুয়েত প্রবাসী আবু জাফর ওরফে বাবুর স্ত্রী। বৃহস্পতিবার (২জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
নিহত সোনিয়া আক্তার পরশুরাম উপজেলার কাউতলী গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ৩১ মে দিনগত রাতে প্রতিদিনের মতো তাঁর সাত বছর বয়সী ছেলেসহ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। রাত আনুমানিক নয়টার দিকে সে অতিরিক্ত বমি করে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন জানান, বিষপান করে গৃহবধূ মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।