সব রোজা রাখল ৫ বছরের শিশু ফাবিহা আজাদ

Total Views : 6,668
Zoom In Zoom Out Read Later Print

মোহাম্মদ নুরুল কবির দুলাল

আবুল কালাম আজাদ ও রত্না আজাদ দম্পতির কন্যা ফাবিহা আজাদ এই ছোট্ট বয়সে এ বছরের সকল রোজা রেখে চলেছে।    

ফাবিহা আজাদ রীতি বয়স মাত্র ৫ বছর ৪ মাস ১৯ দিন। রেলওয়ে পাবলিক হাই স্কুলে শিশু শ্রেণিতে পড়াশোনা করে। এবারই প্রথম রোজা রাখতে শুরু করেছে এবং প্রথমবারই ২৮টি রোজা রেখেছে এ শিশু।শুক্রবার পর্যন্ত তার রোজা হয়েছে ২৮টি, বাকি দুটি রোজাও রাখবে বলে জানিয়েছে সে। তার বাসা চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকায় বাবার নাম আলহাজ্ব আবুল কালাম আজাদ সে এক জন ব্যবসায়ী।মেয়েটির বাবা বলেন,আমি ও আমার পরিবার খুবই ধর্মভীরু।আমাদের বংশে সবাই আল্লাহ ওয়ালা।আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ার বরকতে আমার কলিজার টুকরা সোনামনিটা এই ছোট বয়সেও মা বাবার মতো সকল রোজা রেখে চলেছে।দোয়া করবেন আমার ছোট্ট মামনি ফাবিহার জন্য।               

ফাবিহা আজাদ রীতি বিডি ক্রাইম নিউজ কে জানান, রোজা রেখে তার দারুণ ভালো লাগছে, সব রোজা রাখতে পেরে অনেক খুশি। ওর কাছে সাহরি ও ইফতার খাওয়া অনেক আনন্দের বিষয়। সবার কাছে দোয়া প্রার্থনা করেছে সে।

তার বাবার মোবাইল নং ০১৮১৯১৭১১৮৭

See More

Latest Photos