বিডি ক্রাইম নিউজ ডেস্ক ;
মৃত্যুপুরী -কবি অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা




মৃত্যুপুরী
...........মশিউদ্দৌলা রেজা
তুমিহীনা এ জীবন পার করে
হিংসা করেছি তোমার সুখের ।
তোমার অবহেলায় আহত হতে হতে
নিহত হয়েছি কতবার !
কত রাত আত্নচি্ৎকারে ঘুম ভেঙেছে
তোমার বিশ্বাসঘাতকতায় ।
কত শত বার হারিয়ে গিয়েছি তেপান্তরে
বাস্তবতায় ফিরে এসেছি আবার /
তবুও বিশ্বাস করো ,
তোমার এমন ক্ষতি
এমন মৃত্যুপুরী চাইনিকো কোনদিন ।
এখানে নেই কোন প্রানের স্পন্দন
হরতাল,লকডাউন , ১৪৪ ধারা
সব একাকার
কুকুর,বিঁড়াল আর কাকের আড্ডা
নেই কোথাও
ধূলো জমেছে সব শপিং মলে
মাজারের ভিখারীদের ভিক্ষা দিচ্ছে না
কোন মাজারপূজারী ।
এখানে রোগীরা সারারাত খুঁজে বেরায়
হাসপাতাল /
আপনজনের লাশ দাফন দেয়
জনতার শত্রু পুলিশ ।
এখানে জীবিকার সন্ধান খোঁজ করা
নারীরা ধর্ষিত হয় এখানে সেখানে,
সুশিক্ষিত- উচ্চপদস্থ ছেলে,
মাকে বাসা থেকে বের করে দেয় বিনা ওজরে ।
তবুও বিশ্বাস করো
তোমার এমন ক্ষতি,
এমন পৃথিবী চাইনিকো কোনদিন ।
এই মৃত্যুপুরী,এই পৃথিবী থেকে
আমি না হয় চলেই যাই
তবুও তুমি বেঁচে থাকো,
সাজিয়ে তোমার
বিশ্বসংসার ।