কবির শাহ্ দুলাল
ফৌজদারহাট কেএম হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রীকে শ্লীতাহানির চেষ্টায় ব্যর্থ হয়ে মাকে কুপিয়ে জখম।





ফৌজদারহাট কেএম হাই স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টায় ব্যর্থ হয়ে মা'কে কুপিয়ে জখম
----------------
সীমা আক্তার (১৪)৮ম শ্রেণী,রোল নং ৫০.পিতা-আনোয়ার হোসেন,৪ নং ওয়ার্ড,১০ নং সলিমপুর ইউনিয়নের অধিবাসী।টিএন্ডটি কলোনীতে মা বাবা ও তিন বোনের বসবাস।
গতকাল ১১/০২/২০১৯ ইং সন্ধ্যা ৭ টায় সাইফুল পিতাঃমৃত আব্দুস ছালাম,মাতাঃমৃত বিবি মরিয়ম সাং ৪নং ওয়ার্ড,১০ নং সলিমপুর ইউনিয়ন,সীতাকুণ্ড, চট্টগ্রাম- ইয়াবা খেয়ে আনোয়ারের ঘরে ঢুকে মেয়ে সীমাকে শ্লীতাহানির করার চেষ্টা করে। এতে সীমার মা বাঁধা দিলে তাকে দা দিয়ে কুপিয়ে জখম করে।
রাত ৯ টায় সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মুক্তা বেগমকে ৫ টি সেলাই দেয়া হয়।পুলিশ কেইস সিল দিয়ে দেয়।
এসব ইয়াবাসেবীদের আইনের হাতে সোপর্দ করার জন্য থানায় গেলে অভিযোগ গ্রহন করে।দায়িত্ব প্রাপ্ত সহকারী দারোগা সাইফুল ইসলাম বলেন,ইয়াবা সাইফুল খুবই খারাপ প্রকৃতির লোক,সকল প্রকার নেশা করে এসব অপকর্ম করার তথ্য পেয়েছি।১২/০২/২০১৯ ইং বিকেলে তদন্ত করতে এসে হতবাক হয়ে যান। গরীব লোকদের উপর নেশা করে অত্যাচার করছে সে। ঘটনাস্থল হতে ওসি মো,দেলোয়ার হোসেনকে জানিয়েছেন।এসব অপকর্মকারীকে কোন ছাড় নয় বলে জানিয়েছেন।
৪নং ওয়ার্ড মেম্বার জাবেদ বলেন,এই নেশাগ্রস্থ সাইফুল, মেম্বার,চেয়ারম্যান ও পুলিশ কে মানেনা।
পুলিশকে গালি দিচ্ছে। জাবেদ মেম্বার আরো বলেন,পুরো টিএন্ডটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে সাইফুল ও মহিউদ্দিন।তারা এখানে মদ,গাঁজা,হেরোইন, ইয়াবাসহ নেশাদ্রব্য সেবন ও বিক্রয় করে। নেশাগ্রস্হ হয়ে বিভিন্ন ঘরে ঢুকে অত্যাচার করে।
এদের রয়েছে সুদক্ষ বাহিনী কেউ মুখ খুললেই মাইর, ধরাকে সরা মনে করছেনা।
টিএন্ডটি এলাকার অনেকে বলেছেন, এসব নেশাগ্রস্থ সাইফুল ও মহিউদ্দিনকে এখনি থামানো না গেলে আরো অনেকে ক্ষতিগ্রস্ত হবে সমাজ।
এবিষয়ে, ফৌজদাহাট কেএম হাই স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন,শিশু শ্লীলতাহানির চেষ্টাকারী সাইফুল গং দের কোন ছাড় নয়!আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাবো ছাত্রীদের উপর নির্যাতনকারীর উপযুক্ত বিচারের।
সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো,দেলোয়ার হোসেন বলেন,শিশু নির্যাতনকারী অপরাধী,মাদকাসক্ত যে দলের বা যতই প্রভাবশালী হউক কোন ছাড় নয়।তাদের আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে ।