মিরসরাই প্রতিনিধি
মীরসরাই থানা পুলিশের অভিযানে ২০৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪জন গ্রেফতার:





মীরসরাই থানার অফিসার ইনচার্জ এর সরাসরি তত্বাবধানে, এসআই/ মোহাম্মদ আল আমিন, এসআই/গৌর চন্দ্র সাহা, এএসআই/ সিরাজুল ইসলাম, এএসআই/ আবদুল মোতালেব, সংগীয় ফোর্সসহ মীরসরাই থানা পুলিশ এর একটি টিম ১৬/০৫/২২ইং তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় মীরসরাই থানাধীন ছোট কমলদহ বাইপাস সংলগ্ন গ্রামীন ব্যাংক এর সামনে চট্টগ্রাম-ঢাকামুখী মহাসড়কের উপর রাস্তার পশ্চিম পাশে খালী জায়গার উপর গ্রাম বাংলা বাস গাড়ী হইতে ১৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১. সেতারা বেগম(৩০), স্বামী-মোঃ ইউসুফ, পিতা-হাছু মিয়া, মাতা-নুরহাবা, সাং-বালুখালী, ক্যাম্প নং-০৯, ব্লক-এফ-১, এফসিএন নং-৬০০৩৪৬, ক্যাশ নং- D3717C00231, মহা আইডি-১৫৮২০১৭১০২৭১৫৫২২৯, থানা-উঁখিয়া, জেলা– কক্সবাজার, বাংলাদেশ, ২. জেসমিন আক্তার (১৯), স্বামী- আবুল কালাম, পিতা-হাছু মিয়া, মাতা-নুরহাবা, সাং-বালুখালী, ক্যাম্প নং-০৯, ব্লক নং-এফ ৪, থানা-উঁখিয়া, জেলা –কক্সবাজার এবং ১৬/০৫/২২ইং তারিখ ১৭.২০ ঘটিকার সময় মীরসরাই থানাধীন মীরসরাই পৌরসভা, ০৫নং ওয়ার্ড চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের পাশে মাতৃকা হসপিটাল রাস্তার মাথা নামক স্থানে পাকা রাস্তার উপর সিডিএম বাস হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ৩. মোঃ কাওসার মৃধা প্রঃ ফকির(২৮), পিতা-মৃত ইসমাইল মৃধা প্রঃ ফকির, সাং-দক্ষিন গোবিন্দপুর (মৃধা/ফকির বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৫নং দূর্গাপাশা ইউনিয়ন, থানা- বাকেরগঞ্জ, জেলা -বরিশাল, বাংলাদেশ, ৪. মেরিনা বেগম (২২), পিতা-মোঃ জালাল, মাতা- মোর্শেদা বেগম, স্বামী-রেজাউল, সাং-ঘুরচাকাঠী, ০৬নং ওয়ার্ড, ০৫নং ধুলিয়া ইউনিয়ন, উপজেলা/থানা- বাউফল, জেলা –পটুয়াখালীদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।