ক্রাইম নিউজ ডেস্ক।
ঘোর -কবি জামশেদ উদ্দিন

Total Views :
227




ঘোর
জামশেদ উদ্দীন
ঘুমের ঘোরে ঝাপসা আলো
এই ঘুমেতে হারায় বেলা,
হাতছানি দেয় বে-ঘোরে
ঘুমের ঘোরে ঝিম কাটে-
স্বস্তি মিলেনা তেপান্তর।
এই ঘুমেতে কুটকুট কাটে
ইউপোকা-ঘুনেপোকা।
এই ঘোরে ঝাপসা আলো
শৌর্য-বিয্যে দেশান্তর।
২.
সংকেত, অশনি- মহাবিপদ সংকেত
দেওয়ালীপনা-মাদকতা
নপুংস-বিকালঙ্গ এক সাথে বসবাস-
উড়ছে আকাশে বোমারুবিমান
ধোয়ার কুণ্ডলী ছিন্ন-বিছিন্ন ইমারত,
কোথায় অর্থবিত্ত কোথায় জ্ঞানগরিমা -
অদৃশ্য যখন ভর করে, কথায় কথায়
আওড়ায় বেতিয়ে ভেদ্যতা বেদিন; নিছক
এ হয় যদি মন্ত্র-
হারায় বাঁচার অধিকার ক্ষণে ক্ষণে।