মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন ওয়ারেন্টভুক্ত তিনজন গ্রেফতার





মীরসরাই থানা পুলিশের অভিযানে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২জন, জিআর সাজা পরোয়ানাভুক্ত ০১জন, জিআর পরোয়ানাভুক্ত ০১জন ও সিআর পরোয়ানাভুক্ত ০১ জনসহ সর্বমোট-০৫জন গ্রেফতার গ্রেপ্তার হয়েছেন।
মীরসরাই থানা পুলিশ এর একটি টিম ১২/০৫/২২ইং তারিখ ১৪.৩৫ ঘটিকার সময় মীরসরাই থানাধীন মীরসরাই পৌরসভাস্থ ০৫নং ওয়ার্ডের চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাশে মাতৃকা হসপিটাল রাস্তার মাথা নামক স্থানে বি.আর.টি.সি বাস গাড়ী হইতে ১৬০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। রফিকা বেগম প্রকাশ জোসনা(২৫), পিতা-ফিরোজ আহাম্মদ, মাতা-হোসনে আরা বেগম , স্বামী/স্ত্রী-আমির হোসেন, সাং-ব্লক ডি-৯, কুতুপালং, রোহিঙ্গা ক্যাম্প নং-০৭, রোহিঙ্গা রেজিঃ স্মার্ট কার্ড নং-১২৮২৮৬, মাঝি-মোঃ জাফর, থানা- উঁখিয়া, জেলা -কক্সবাজার, বাংলাদেশ। এবং ১২/০৫/২২ইং তারিখ ১৫.১০ ঘটিকার সময় মীরসরাই থানাধীন ১৫নং ওয়াহেদপুর ইউপিস্থ হাদী ফকিরহাট বাজারের ২০০ গজ দক্ষিনে স্কয়ার ফুড এন্ড বেভারেজ এর খালি জমির বিপরীত পাশে চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর তিশা প্লাটিনাম বাস গাড়ী হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০২। আয়েশা আক্তার(২৮), স্বামী/স্ত্রী-মোঃ সুমন মিয়া, সাং-চাষাড়া (জামতলা), ফয়েজ বাড়ী, ০৪নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ পৌরসভা, উপজেলা/ থানা- নারায়নগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ,
জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ০৩। আকবর, পিতা-মৃত কালা মিয়া, সাং-মধ্যম মঘাদিয়া, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, জিআর পরোয়ানাভুক্ত আসামী ০৪। আলমগীর, পিতা-টুনু মিয়া প্রঃ সরকার, সাং-পশ্চিম মায়ানী, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, সিআর পরোয়ানা ভুক্ত আসামী ০৫। মোঃ ইকবাল হোসেন, পিতা-জানে আলম, সাং-পূর্ব খৈয়াছড়া, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।