মাসুদ তাহের,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তি পত্র স্বাক্ষর অনুষ্ঠিত।





সোনালী ব্যাংক লিমিটেড এর সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) এর মাধ্যমে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দের নিকট হতে অনলাইনে বেতন, ভর্তি ফি,ফরম পিলাফ ফি,পরীক্ষার ফি সহ বিবিধ ফি/ চার্জ আদায়ের কার্যক্রম চালুর লক্ষ্যে আজ বুধবার ১১ মে সোনালী ব্যাংক লিমিটেড ও সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যা: মধ্যে চুক্তি Memorandum of Understanding (MOU) স্বাক্ষরিত হয়। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে প্রিন্সিপাল অফিস,নোয়াখালীর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ মনিরুল হাসান ও সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক জনাব রাহাতে জান্নাত মোসা: ফেরদাউস আক্তার চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক লিমিটেড,প্রিন্সিপাল অফিস নোয়াখালীর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আবদুল মতিন,সিনিয়র প্রিন্সিপাল অফিসার, মো: সাইফুর রহমান,সোনালী ব্যাংক লিমিটেড,সেনবাগ শাখারম্যানেজার মো: মঈনুল ইসলাম এবং সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মুছা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
উক্ত চুক্তিপত্র অনুষ্ঠানে সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন- “ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে অনলাইনে বেতন ভাতা আদায় সংক্রান্ত বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন প্রস্তাবের মাধ্যমে সর্বাপেক্ষা যুগোপযুগী বিবেচিত হওয়ায় সোনালী ব্যাংককে বেচে নেয়া হয়েছে।" সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস,নোয়াখালী এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোঃ মনিরুল হাসান বলেন-"সোনালী ব্যাংক লিমিটেড এর প্রতি আস্থা রাখায় সেনবাগের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।