শেরপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী পালিত

Total Views : 305
Zoom In Zoom Out Read Later Print

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবাষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মে রোববার রাতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় আলোচক ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও রবীন্দ্র গবেষক ড. সুদাময় দাস, বাউল গবেষক আবেদেল মান্নান, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক ড. মুহিত কুমার দে প্রমূখ।


আলোচনা সভা শেষে বরীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমীর আয়োজনে পৃথক ৩ টি গ্রুপে কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী ৯ জনকে জেলা প্রশাসক অতিথিদের নিয়ে পুরস্কার বিতরণ করেন। এর আগে আলোচনা সভার ফাঁকে ফাঁকে একক ও দলীয় সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করা হয়।

See More

Latest Photos