কক্সবাজার প্রতিনিধি
এক ঝাক কোরআনে হাফেজদের মিলন মেলা,কাদেরীয়া, মজিদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের সমাহার।





কক্সবাজারের মহেশখালী কোরআনের হাফেজদর মিলন মেলা। ঈদ পরবর্তী অনুষ্ঠানে এই মিলন মেলায় প্রাক্তন ছাত্র রা সকলে মিলে আনন্দ উপভোগ করেন।
হাফেজ মৌলানা আব্দুল মালেক,ইমাম হযরত ছিদ্দিক আকবর( রা) জামে মসজিদ, হাফেজ মৌলানা মাঈন উদ্দিন ইমাম সাহেব প্রিমিয়ার ইউনিভার্সিটি মসজিদ জিইসি শাখা চট্টগ্রাম। মুহাম্মদ মোবারক আলী সিদ্দিকী,, সুপার উত্তর নলবিলা মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা,, কালারমারছড়া। সাইমুন ইলাইহি খতীব তলোয়ার বাংলা জামে মসজিদ হাটহাজারী। হাফেজ এবং সাংবাদিক শফিক উল্লাহ হাবীব ইমন ! হাফেজ মামুন কাদের শিক্ষার্থী দারুলউলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম,, হাফেজ আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ, আলা উদ্দিন আল আযাদ শিক্ষার্থী ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা। হাফেজ সোহেল শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ, আশেক ইলাহি ব্যবসায়ী কালারমারছড়া বাজার।হাফেজ আবুল বশর ব্যবসায়ী কুতুমজোম।নুরুল আজিম শিক্ষার্থী চট্টগ্রাম। হাফেজ রিদুয়ান মোস্তফা শিক্ষক সোনারপাড়া হাফেজিয়া মাদ্রাসা। হাফেজ তারেক আজিজ খতীব ফকির জুম পাড়া জামে মসজিদ হাফেজ রুহুল আমিন