চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
আকবরশাহ থানার অভিযানে ছিনতাইকৃত মোবাইল টাকাসহ আটক ১





চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী কর্তৃক ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার-০১, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছোরা, লুন্ঠিত মোবাইল ও নগদ টাকা উদ্ধার হয়েছে।ঘটনার সূত্রপাত: ইং ০১/০৪/২০২১ তারিখ বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন হারবাতলী মুজিব ঘোনাস্থ নন্দন পাহাড়ের উপর দর্শনার্থী হিসেবে তানভীরুল হাসান নিহান (১৪), (প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতন স্কুলের নবম শ্রেণীর ছাত্র) এবং তাহার খালাত ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম(১৮), (চট্টগ্রাম ভূজপুর থানাধীন বাগান বাজার মাদ্রাসা দাখিল এর ছাত্র) এবং বন্ধু ইয়াকুব আলী নাফিস (১৪) সহ অবস্থান করাকালে অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদী তাদেরকে ডাক দিয়ে দাঁড় করায় এবং কিছু বুঝে উঠার আগেই চারদিক থেকে অজ্ঞাতনামা বিবাদীরা ঘিরে ফেলে। অজ্ঞাতনামা বিবাদীরা হাতে ধাঁরালো চাকু দিয়ে সাইফুল ইসলামকে ডান পায়ে গুরুতর ছুরিকাঘাত করে ০১টি Realmi-C5A মোবাইল ফোন সেট, একটি বাটন WALTON মোবাইল ফোন সেট, নগদ ৮,০০০/-(আট হাজার) টাকা (সর্বমোট- লুণ্ঠিত মালামালের মূল্য ৩৩,০০০/- হাজার টাকা।) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ সংক্রান্তে প্রাথমিক চিকিৎসা শেষে সাইফুল ইসলাম (১৮) থানায় এসে অভিযোগ দায়ের করলে আকবরশাহ থানার মামলা নং-০৩/৯০, তাং-০২/০৪/২০২১খ্রিঃ ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
পরবর্তীতে আকবরশাহ থানা পুলিশ কর্তৃক দুর্গম পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনাকালে ইং ০৩/০৪/২০২১ তারিখ বিকাল অনুমান ১৬:১৫ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন হারবাতলী পাহাড় হতে ছিনতাইয়ের ঘটনার সময় ভিকটিমকে ছুরিকাঘাতকারী আসামী ১। নুর নবী প্রঃ বাবু (১৯) কে গ্রেফতার করা হয়। আসামী নুর নবী প্রঃ বাবু এর স্বীকারোক্তি মতে আকবরশাহ থানাধীন হারবাতলী কবিরের পাহাড়ের নির্জন স্থানে লুকিয়ে রাখা ঘটনার সময়ে ব্যবহৃত আলামত ধাঁরালো ছোরা এবং হেফাজত হতে লুন্ঠিত ০১টি মোবাইল ফোন সেট ও নগদ টাকার ২,২১০/-(দুই হাজার দুইশত দশ) টাকা উদ্ধার করা হয়। আসামীকে ০৭(সাত) দিনের পুলিশ রিমান্ড এর আবেদন সহ ০৪/০৪/২০২১খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামী গ্রেফতার সহ লুণ্ঠিত অপরাপর আলামত উদ্ধারের অভিযান অব্যাহত আছে। ধৃত আসামী নুর নবী প্রঃ বাবু ও তার সহযোগী আসামীদের নির্দিষ্ট কোন পেশা নাই। আসামীরা সংঘবদ্ধভাবে এলাকায় ছিনতাই করে থাকে। মামলার ভিকটিম সাইফুল ইসলাম খাগড়াছড়ি হতে আকবরশাহ থানাধীন এলাকায় তার খালাত ভাই তানভীরুল হাসান নিহান এর বাসায় বেড়াতে আসে। পরবর্তীতে খালাত ভাই সহ ঘটনাস্থলে পাহাড়ী এলাকায় দর্শনার্থী হিসেবে গমন করে। পাহাড়ী এলাকা হওয়ার কারণে দর্শনার্থীরা পাহাড়ে ঘুরতে এলে আসামীরা ধাঁরালো ছোরার ভয় দেখিয়ে দর্শনার্থীদের মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। আসামী ও তার সহযোগীদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলার তথ্য রয়েছে।