রফিকুল ইসলাম,কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজিবপুরে ফায়ার সার্ভিসের গাইড়ওয়াল নির্মাণের শেষ হওয়ার আগেই ধ্বসে পড়ল





কুড়িগ্রামের রাজিবপুরে নির্মাণাধীন ফায়ার সার্ভিসের কাজ শেষ না হতেই ধসে গেছে বাউন্ডারী। রবিবার ভোর রাতে হঠাৎ দক্ষিণ পার্শ্বের পুরো বাউন্ডারী ধসে যায়। সাথে পশ্চিম ও পূর্ব পাশ্বের কিছু অংশেরও ক্ষতি হয়েছে।নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ এবং কাজ শেষে কিউরিং না করা, ধস নামার প্রাথমিক কারণ হিসেবে ধারণা করছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে নাইট গার্ড রফিকুলের নিকট জানা গেছে, ভোর রাতে ওই দূর্ঘটনা ঘটেছে। তবে ভারপ্রাপ্ত ম্যানেজার শিবু মিয়া জানান, "বাউন্ডারীর দক্ষিণ পার্শ্বে অনেক গভীর ছিল। ভিতরের অংশে মাটি ভরাট করে পানি দেওয়া হয়েছে। বেশি চাপ পড়ার কারনে হয়তো ধসে গেছে। তিনি আরও জানান, "ঠিকাদারের স্ত্রী অসুস্থ্যতার কারণে ভারতের চেন্নাইয়ে গেছেন। বিকেলে কুড়িগ্রাম থেকে ইঞ্জিনিয়ার আসার কথা রয়েছে।"