লুৎফর রহমান, দিনাজপুর
দিনাজপুরের হিলিতে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত আটক





ডাকাতিকালে দিনাজপুরের হিলিতে দেশি অস্ত্র সহ একজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত সদস্য গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ার ধর্মপুর গ্রামের আমাল শেখের ছেলে মনিরুল ইসলাম (২১)।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত গভীর রাতে হিলির বোয়ালদাড় রাস্তার মুরগির ফারামের পাশে উঁচু ব্রীজের নিকট থেকে তাকে পুলিশ আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বোয়ালদাড় রাস্তার উঁচু ব্রীজের নিকট গাছ কেটে দেশি অস্ত্র দিয়ে একদল ডাকাত সদস্যরা ডাকাতি করছিল। পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা কেড়ে নেওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাত সদস্যরা অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, মনিরুল ইসলাম ডাকাত সদস্যকে পুলিশ আটক করে। এসময় সেখান থেকে ডাকাত সদস্যের দেশি অস্ত্র, দুইটি হাসুয়া, একটি গাছ কাটা করাত কল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামি ডাকাত সদস্য মনিরুল ইসলামর বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
মোঃ লুৎফর রহমান
হিলি দিনাজপুর
০১৭১০০৪০৪৪৭/০১৯১২৬৪৪৮১৫
০১-০৪-২১