মীরসরাই প্রতিনিধি
মীরসরাই থানা পুলিশের অভিযানে ১৯০পিছ ইয়াবাসহ আটক ২ জন





মীরসরাই থানা পুলিশ কর্তৃক ১৯০পিচ ইয়াবা সহ ০২ জন গ্রেফতার হয়েছে।অভিযান সম্পর্কে ওসি মজিবুর রহমান বলেন চট্টগ্রাম জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক পিপিএম মহোদয় এর নির্দেশ মোতাবেক মীরসরাই থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।তারই ধারাবাহিকতায় আমার সরাসরি তত্বাবধানে এসআই রাজিব চন্দ্র পোদ্দার, এএস,আই/ বোরহান,এএস,আই/ শিমুল সংগীয় অফিসার ফোর্সসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর বাজার এলাকায় অভিযান করিয়া১৯০ পিচ ইয়াবা সহ মো: রাজু(২৫) , পিতা- মৃত জামাল হোসেন, সাং- রুপসা বেকারী, হালিশহর, চট্টগ্রাম এবং আ: আলী(৩৫).পিতা- ইয়াছিন মিয়া সাং- তাহেরপুর,থানা- সেনবাগ, জেলা- নোয়াখালীদ্বয়কে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে মীরসরাই থানায় নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলেও জানিয়েছেন।