বিডি ক্রাইম নিউজ ডেস্ক
দূর পরবাসে - কবি মিহাদ বিন আবদুল্লাহ

Total Views :
441




জীবন যৌবন ধুলায় লুটিয়ে
পার করে দেই বেলা,
প্রবাস জীবন এমন নিঠুর
সবার কাছেই হেলা!।
মনের ভিতর মরছে স্বপন
ইচ্ছেরা কবর ঘরে,
দূর পরবাসে হই বনবাসি
সুখকে নিলাম করে!
চিন্তার ব্যথায় অস্থির হৃদয়
একলা বিদেশ পুরে,
রোগের বেলায় কেউ পাশে নাই
কেঁদে যাই করুণ সুরে।