কামরুল হাসান, মিরসরাই ;
মিরসরাই করেরহাটে রাতে কৃষি জমি কাটায়,স্কেভেটর,ট্টাক জব্দ,জরিমানা ১লাখ ২০হাজার





মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড গেরামারা আশ্রয়ন প্রকল্পের পাশে সামনেরখিল এলাকায় কৃষি জমির মাটি কাটায় মিরসরাই উপজেলা প্রশাসনের অভিযান।মিরসরাই উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নির্দেশনায় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রাশেদুল ইসলাম(তানজির)নেতৃত্বে অভিযান পরিচালনা করে কৃষি জমির মাটি কাটার দায়ে ২ট্রাক ও ২টি এস্কেভেটর জব্দ করা হয়।এছাড়াও অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা দায়ের করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার(১১ এপ্রিল) করেরহাট ইউনিয়নে রাতের অন্ধকারে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এস্কেভেটর এবং ট্রাক জব্দ করা হয়।জরিমানা আদায়ের পর স্থানীয় মেম্বার চেয়ারম্যানের উপস্থিতিতে আর কোনদিন এই কাজে লিপ্ত থাকবে না মর্মে মুসলেকা নেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রাশেদুল ইসলাম তানজির বিডি ক্রাইম নিউজের প্রতিবেদককে জানান,কৃষি জমি রক্ষায় পুরো উপজেলা ব্যাপি আমাদের এই অভিযান এখনো অব্যাহত রয়েছে।মাটি কাটার ব্যাপারে উপজেলা প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স অবস্থানে।উপজেলার কোন কৃষি জমি অবৈধভাবে মাটি কাটার মাধ্যমে যেন বিলীন না হয় সেই জন্যে মাননীয় সংসদ সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নির্দেশনা পাওয়ার পর থেকে আমরা অভিযানে রয়েছি।আশা করছি সকলের আন্তরিক সহযোগিতায় আমরা এটি সম্পূন্ন ভাবে রোধ করতে পারবো।