মোহাম্মদ নুরুল কবির দুলাল ;
মিরসরাইয়ে ১১নং ইউনিয়নের সাধুর বাজারে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম ;





আজ সকাল সাড়ে নয়টায় মিরসরাই উপজেলার ১১ নং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধুর বাজারে নুর নবী নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত নবীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গিয়েছে।গুরতর জখমে পড়ে থাকা নবীকে পরে এলাকা বাসী খবর পেয়ে উদ্ধার করে মাতৃকা হাসপাতাল,মাস্তান নগর নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করেছেন।
বিডি ক্রাইম নিউজ কে নাম প্রকাশে অনিচ্ছুক পথচারী বললেন,দেশে করোনায় সকলে আতংকিত,আর এসব রাজনীতিবিদরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তদন্ত করে এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া জরুরী। নুর নবীর চিকিৎসা শেষে মামলার প্রস্তুতি নিবেন বলে জানা যায়।