মোহাম্মদ নুরুল কবির দুলাল ;
স্নায়ু চাপ- কবি কানিজ ফারজানা লাইজু





প্রতিটা মুহুর্ত কিভাবে আমাকে শোষন করে জানে আমার অন্তরাত্মা জানে আমার স্নায়ু কোষ; আয়ু কেমন করে ক্ষরিত হয় ক্ষয়াটে নিস্তেজ আলোয়
জানে মধ্যরাতের ইনসোমনিয়া।
নখের উন্মনা উর্নাজালে বন্দি যে ছটফটানি, ভেঙ্গে যাওয়া মায়া বিভ্রম ঘটায় পাথরের স্ফটিক সংস্থাপনে, আলোর প্রতিসরনে আটকে রাখে যে আলো তার বিচ্ছুরণে একটা মথের কি পরিমান যন্ত্রণা আনে জানে শুধু সে যে বোঝে অন্তরের মন্থন।
জানিত সে বুকের গভীরে যে ক্ষত
এক বিন্দু বালির মত
ঝিনুকের মাথার ভিতর
বাড়তে থাকে যে মুক্তো
তার পিছনে উৎক্ষিপ্ত হয় এক সংশয়। একটা সন্দেহের দোলায় চেপে পাড়ি দেয় গহন বন বাদুড়ের মত ঝোলে দিবারাত্র
চোখের ভিতর বালি হয়ে দৃষ্টিকে করে খন্ডিত
খচ খচ করে যে মন
কাছে সে নাকি দূরে
আসবে নাকি আসবে না
ভালোবাসবে নাকি বাসবে না
যাবে কি যাবে না?
একটা সিদ্ধান্ত হীন মন লালন করার মানে হলো তুমি মরোনি কিন্তু বেঁচে ও বাঁচোনি!