মো,নুরুল কবির দুলাল।
বাকলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক ১,ছিনতাইকৃত টাকা উদ্ধার





ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকালে ০১ জন আটক এবং ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার। ====================================
মোঃ হৃদয় (১৮) গাড়ী চালাইয়া জীবিকা নির্বাহ করেন। তাহার পালক পিতা অসুস্থ হইয়া চমেক হাসপাতালে ভর্তি বিধায় তাহার সুস্থ্যতার জন্য লালদিঘীর পাড়স্থ আমানত শাহ (রঃ) এর মাজারে যাবে বলিয়া মান্নত (নিয়ত) করেন।
সেই মোতাবেক বাদী গত ২৩/০৮/২০১৯ইং তারিখ উল্লেখিত মাজারে যাইয়া জেয়ারত শেষে বাসায় ফেরার পথে রাত অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন মিয়াখান নগর আমিন হাজী রোডস্থ ম্যাচ ফ্যাক্টরীর গলির মুখে পৌঁছামাত্র আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৩৩) তাহার সহযোগী অজ্ঞাতনামা ০২ জন লোক’সহ বাদীকে ডাক দিয়া দাঁড়াইতে বলে এবং আসামী জাহাঙ্গীর নিজেকে ডিবি’র অফিসার পরিচয় দিয়া বাদীর পরনের গেঞ্জি খুলিয়া তাহার প্যান্টের সকল পকেট তল্লাশী করিতে থাকে। আসামী বাদী হৃদয়কে মামলায় ফাঁসিয়ে দিবে বলিয়া ভয় দেখায়। একপর্যায়ে উক্ত আসামী বাদীর প্যান্টের পকেটে থাকা তাহার বাবার চিকিৎসার খরচের জন্য নেওয়া নগদ ১১,০০০/- (এগার হাজার) টাকা বাদীকে মামলা হইতে বাঁচানোর জন্য নিয়া নেয়। আসামীর কর্মকান্ডে হৃদয়ের সন্দেহ হইলে সে আশেপাশের লোকজনকে ডাকে এবং বিষয়টি জানায়।
আশপাশের লোকজন বিষয়টি যাচাই করার জন্য থানায় অবহিত করিলে অফিসার ইনচার্জ তাৎক্ষনিকভাবে টহল টিমকে ঘটনাস্থলে প্রেরণ করেন। উল্লেখিত এলাকায় টহলরত থানা পুলিশ ঘটনাস্থলে পৌছিয়া যাচাই-বাছাই করিয়া ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী মোঃ জাহাঙ্গীর আলম (৩৩)কে আটক করেন। আটককৃত আসামীকে উপস্থিত লোকজনের সম্মুখে জিজ্ঞাসাবাদে আসামী বাদীর নিকট হইতে ১১,০০০/- (এগার হাজার) টাকা ছিনাইয়া নেওয়ার কথা স্বীকার করে। আসামীর নিকট হইতে প্রাপ্ত টাকা গুলো উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উল্লেখিত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
মোঃ জাহাঙ্গীর আলম (৩৩), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-মিয়াখান নগর, হক সাহেবের বাড়ী, থানা-বাকলিয়া, জেলা- চট্টগ্রাম।