হারাধন চৌধুরী বাবু, সীতাকুণ্ড পৌর কাউন্সিলর ।
আমি বার্ধক্যে,আগের সেই দৃষ্টি নেই-কাউন্সিলর বাবু





--*-***---চক্ষু বিভ্রাট-*-***---
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
হাঁ বন্ধুরা তা'ই।আমি বার্ধক্যে পোঁছেছি।আগের সেই দৃষ্টি নেই
তারুণ্যে যৌবনে যা দেখতাম এখন দেখি তার উল্টো! কারন আমি বার্ধক্যে! আজ আমার অদেখা, চির অচেনা অন্তরে স্থাপিত ভগবানের জন্মবার্ষিকী।হাজারো লক্ষ কোটি কোটি মানুষ আজ আনন্দে আত্মহারা
একমাত্র আমিই ছিলাম বিরত! অনেকেই এই মহোৎসবে মহানন্দে সামিল হতে ফোন করছে,অনেকে আমার অংশ গ্রহণ না করার কৈফিয়ত বা ধর্ম বিশ্বাস সম্বন্ধে সন্দিহান প্রকাশ করেছেন! এটাই স্বাভাবিক।
আসলে, জান কি? তারুণ্যে যৌবনে আমার দেখা আমার জানা প্রকৃত ভগবান (জন্মদাতাদাত্রী)'সেবায় আমি ছিলাম উদাসীন ব্যর্থ!তাঁদের শক্তির প্রতি ছিলনা আমার কোন কর্তব্য কোন বিশ্বাস!দেখা জানা 'ভগবান' লাঞ্চিত করেছি আমি।অদেখা ভগবানের জন্মবার্ষিকীতে তাই আমি বিরত,আমায় মার্জনা কর।আমি আজ সর্ব ধর্ম পরিত্যাগ করে খুঁজছি ঐ আমার দেখা জানা আমারি অবহেলিত ভগবানকেই।পথে পান্থরে আনাচেকোনাচে অবহেলিত বঞ্ছিত জনে আমি খুঁজি আামার ইষ্টজনে, তাঁদেরই মাঝে। কারন আমি ঝাপসা দেখি,চক্ষু বিভ্রাটে!
আসলে অন্য কিছু নয়,আমি আজ বার্ধক্যে (পরিপক্কতায়)।।